All About Clause



Clause কি ? কত প্রকার, চেনার উপায়....

ইংরেজি ভাষায় আধিপত্য বিস্তারের জন্য প্রত্যেকটি sentence -এর গটন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা আবশ্যক। সে দিক থেকে Clause অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তাছাড়া প্রায় সব পরীক্ষায়ই ইংরেজি গ্রামার অংশে Clause থেকে প্রশ্ন থাকে। আর এটা এমন একটা টপিক যেখানে কম বেশি সবারই কিছু না কিছু সমস্যা আছে। আমি চেষ্টা করবো খুব সহজে Clause নিয়ে কিছু লেখার। এই পোস্ট টা ভালোভাবে বুঝতে পারলে আশা করি এর পর আপনার Clause চিনতে সমস্যা হবে না আর। তাহলে এবার শুরু করা যাক।

Clause কিঃ
A Clause is a group/ combination of words having at least one subject one subject and a finite verb of its own and it is used acts as a single element in or a part of a big / whole sentence.
(Clause হলো এমন একটি শব্দ সমষ্টি যার নিজস্ব একটি কর্তা ও সমাপিকা ক্রিয়া আছে অথচ তা একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ / একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়।)

যেমনঃ
1. Jannat has a pen (which is red.)
2. I know (where he lives.)
3. Tell me (when he will come.)

Clause এর বৈশিষ্ট্যসমূহ :-
১. group/ combination of words থাকবে।
২. কমপক্ষে একটি subject ও একটি Finite verb থাকবে।
৩. বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হবে এবং
৪. সাধারণত একটি Clause maker দিয়ে Clause টি শুরু হয় ।

More Examples :
a) I saw a child (who was crying.)
b) Purnima looks beautiful, but she is a dull student.
c) Shakila wants an English teacher (who will be experienced).

ব্যাখ্যাঃ উপরের ‍a) নং বাক্যের who was crying একটি Clause কারণ, এটি কয়েকটি word নিয়ে গঠিত। একটি subject ও একটি Finite verb আছে। তাছাড়া এটি কোন পূর্ণ বাক্য নয় । বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ‘ who ‘ Clause maker হিসেবে ব্যবহৃত হয়েছে ।

Classification of Clauses (Clause এর প্রকারভেদ) :

Clause প্রধানত ৩ প্রকার। যথাঃ
1. Principal Clause (স্বাধীন বাক্যাংশ)
2. Sub-ordinate Clause (পরাধীন বাক্যাংশ)
3. Co-ordinate Clause (সমশ্রেণিভুক্ত বাক্যাংশ)

আবার,
Subordinate Clause তিন শ্রেণীতে বিভক্ত :-
1. Noun clause.
2. Adjective clause/ Relative Clause
3. Adverbial Clause.

বিঃদ্রঃ
Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ।
Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র ১ টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি Clause হয়। মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক Clause আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb থাকতে হবে। Non finite যত থাকে থাকুক, না থাকলে নাই।

Non finite verb ৩ রকমের হয়
1. to+verb,
2. v+ing (except continuous tense)
3. v3 (except perfect tense)

এই ৩ রকমের না হলেই বুঝবেন সেটা finite verb.
নিচের উদাহরণগুলো লক্ষ্য করুনঃ

1. Do or Die.
2. Everyday, he helps his father.
3. Since the weather was cold, we could not start out journey.
.
১ম বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die (Non finite এর কোনোটার সাথে মিলে না তাই,). তার মানে এখানে ২ টি Clause আছে। ২য় বাক্যে দেখুন helps একমাত্র finite verb যার কারনে এটাতে একটি Clause। ৩য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি Clauseআছে।

১। Principal Clause (স্বাধীন বাক্যাংশ) : যে Clause তার ভাব বা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause-এর উপর নির্ভরশীল নয় এবং অন্য কোন clause-এর সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বরে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না। Simple sentence সর্বদাই Principal Clause হয়ে থাকে। আর এটি অন্য কোন Clause-এর উপর নির্ভরশীল নয় বলে একে Independent clause ও বলা হয়ে থাকে। (The principal clause or Independent clause or main clause is a group of words having a subject and verb which is not dependent on any other clause to express its meaning. An independent clause is a sentence.)

উদাহরণঃ
Sakib has a girlfriend (who is very beautiful.)

ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে ” Sakib has a girlfriend ” একটি Principal Clause কারণ, এটিকে বাক্য থেকে অালাদা করে লিখলেও নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমনঃ ” Sakib has a girlfriend ”( সাকিবের একজন মেয়ে বন্ধু আছে। )

২। Sub-ordinate Clause (পরাধীন বাক্যাংশ) : যে Clause তার ভাব বা অর্থ প্রকাশের জন্য Principal clause -এর উপর নির্ভরশীল এবং Principal clause - এর সাথে যুক্ত হয়ে complex sentence গঠন করে, তাকে Sub-ordinate Clause বলে। আর এটি Principal Clause- এর উপর নির্ভরশীল বলে একে dependent clause ও বলা হয়ে থাকে। (The sub-ordinate or dependent clause is a group of words having a subject and verb which is dependent on principal clause to express its meaning. A dependent clause cannot be a sentence.)

উদাহরণঃ
Rana wanted a shirt (which was costly.)

ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে ” which was costly.” একটি Sub-ordinate Clause কারণ, এটিকে বাক্য থেকে অালাদা করে লিখলে Principal Clause (Rana wanted a shirt)ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
যেমনঃ which was costly ( যেটি ছিল দামি ) কিন্তু প্রশ্ন থেকে যায়, কোনটি?

বিঃদ্রঃ Sub-ordinate clause সর্বদাই subordinating conjunctions দ্বারা শুরু হয় যেমনঃ - If, that, who, which, when, how, where, while, whether, since, as, because, though, although, till, until, unless, before, after, so that, whenever, wherever, whoever, whatever etc.
More Examples:-
I know (where he lives.)
I do not know (what his name is.)
(While there is life) there is hope
We eat so (that we can survive.)
I know (when he comes.)
It is certain (that he will pass.)
(If you want,) I shall help you.

৩. Co-ordinate Clause (সমশ্রেণিভুক্ত বাক্যাংশ): যখন দুই বা ততোধিক একই শ্রেণীর বা সমশ্রেণীর Principal Clause- কে co-ordinating conjunction দ্বারা যুক্ত করা হয় তখন তাকে Co-ordinate Clause বলে। ( When two or more principal clauses are connected by a co-ordinating conjunction is called co-ordinate Clause.)

উদাহরণঃ
He tried hard but he could not win the race. ( এখানে “He tried hard” এবং “he could not win the race.” এ দুটি Principal clause co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়েছে |)

বিঃদ্রঃ Co-ordinate Clause সাধারণত Co-ordinating conjunctions দ্বারা শুরু হয় যেমনঃ- and, but, yet, still, or, for, nor, also, however, moreover, thus, so, therefore, else, ,as well as, accordingly, otherwise, not yet, but also, either or, neither nor, on the contrary etc.

More Examples:
Respect others, and others will respect you.
He loves us, but he does not show it.
Shamim went to market and bought a Samsung mobile phone.
He is slow but he is sure.
Rana as well as Rani have done the work.
Work hard otherwise you will fail in the exam.
He studied hard therefore he stood first.

এবার উদাহরণটি দেখুনঃ
Since he was ill, he could not go to school.
এখানে ২ টি clause আছে। since he was ill এর অর্থ "যেহেতু সে অসুস্থ ছিলো" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা sub-ordinate clause. আবার he could not go to school এর অর্থ "সে স্কুলে যেতে পারে নি" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.

আরেকটি উদাহরন দেখুনঃ
The man who came here yesterday is my brother.
এখানেও ২ টি clause আছে (finite verb লক্ষ্য করুন)। তবে একটি clause এর ভিতরে আরেকটি clause . Principal clause টি হলো "the man is my brother", আর subordinate টি হলো "who came here yesterday".

আরেকটি উদাহরণ দেখুনঃ
I went to Khulna and met my friends.
এখানে ২ টা clause ই স্বাধীন, আলাদা করলেও নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারে। অর্থাৎ, একটি clause আরেকটি clause এর উপর নির্ভরশীল নয়। ২ টাই Principal clause হওয়ায় এটা co-ordinate clause, যেটা আগেই লিখেছি।

সাধারনত একাধিক clause থাকলে ২ clause এর মাঝে বা subordinate clauseএর শুরুতে clause marker (and, but, or, since, as, that, wh..., etc) থাকে।

2. Sub-ordinate Clause (পরাধীন বাক্যাংশ)

Subordinate Clause আবার তিন শ্রেণীতে বিভক্ত।
যথাঃ
1. Noun clause (বিশেষ্যজ্ঞাপক বাক্যাংশ)
2. Adjective clause/ Relative Clause( বিশেষণীয় বাক্যাংশ)
3. Adverbial Clause ( ক্রিয়াবিশেষণীয় বাক্যাংশ)

1.Noun clause (বিশেষ্যজ্ঞাপক বাক্যাংশ) : যে সব Subordinate Clause বাক্যে Noun-এর মত কাজ করে ,তাদেরকে Noun clause (বিশেষ্যজ্ঞাপক বাক্যাংশ) বলে। (When a Subordinate Clause does the function of a noun in a sentence, is called noun clause.)
সংক্ষেপে বলতে পারি,
Who/ What / Whom দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই Noun clause .

আরো সংক্ষেপে বলতে পারি,
যে clause কে সাধারণত it দ্বারা replace করা যায়, সেটাই noun clause.
উদাহরণঃ
১.(What he said) was not true.(Verb- এর Subject হিসেবে noun clause)
২.I know that he is honest. (Verb- এর object হিসেবে noun clause)
৩.It is unfortunate that most politicians are corrupted.(It- এর complement হিসেবে noun clause.)

ব্যাখ্যাঃ ১ নং বাক্যে, What he said = noun clause.
কারণ, এখানে "was not true" verb টির object হিসেবে বাক্যে অবস্থান করছে।

বিঃদ্রঃ
আমরা জানি, verb কে 'কী/কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তরে object পাওয়া যায়।"

প্রশ্ন করুন, "কী সত্য ছিল না?" উত্তর পাবেন, সে যা বলেছিল - সেটা সত্য ছিল না।
আবার এটাকে it দ্বারা replace করা যায়, যেমনঃ It was not true.

লক্ষ্য করা জরুরীঃ
Noun clause সাধারণত তিন ধরনের Connective (সংযোজক শব্দ) দ্বারা যুক্ত পারেঃ যথাঃ-
a) Conjunction- that দ্বারা ( তা প্রকাশিত বা উহ্য থাকতে পারে )।
b) Interrogative pronoun- Who, What ইত্যাদি দ্বারা ।
c) Interrogative adverb -How, where,if ইত্যাদি দ্বারা ।

More examples on Noun clause:
✪ (That he is very brilliant) is obvious.
✪ (That he is a good man) is known to all.
✪ I know (that he has passed).
✪ Do you know where he lives?
✪ Tell me when he will come.
✪ He agreed that the plan was good.
✪ What I want to say is that it is difficult to do.
✪ You can't depend on what he promises.
✪ Handsome is (what handsome does).
✪ It is what I need.
✪ The fact that he is a thief is clear to all.
✪ The rumour that he had married again proved true.
✪ He made me a promise that he would stand first.

Studies for Advanced Learners only:
Sentence -এ Noun clause-এর অবস্থানঃ
১. Verb -এর Subject রুপেঃ
a) (Who has done it) is unknown to me.
b) (That he is honest) is known to all.

২. Verb-এর Object রুপেঃ
a) I know (where he lives).
b) Tell me (why you did it).

৩. Subject -এর Complement রুপেঃ
a) The fact is (that he is lazy).
b) This is (what I need).

৪. Object -এর Complement রুপেঃ
a) He gave me (what I wanted).
b) He told me (what I desired to know).

৫. Noun -এর apposition রুপেঃ
a) He made me a promise (that he would stand first).
b) The president of the meeting was angry (that the members were arguing loudly).

৬. Preposition -এর Object রুপেঃ
a) You can't rely on (what he says).
b) Pay careful to (what I am going to say.

বিঃদ্রঃ যে Noun পূরবর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে,Noun in apposition বলে। এক্ষেত্রে দুটি Noun পাশাপাশি বসে ।
যেমনঃ The rumour (that he had married again proved true.)

Adjective Clause:
যে clause কোন noun বা pronoun-এর পর বসে সেই noun বা pronoun-কেই বুঝায় সেটাই Adjective clause অর্থাৎ Adjective clause কোন sentence-এ বসে adjective-এর ন্যায় noun / pronoun কে modify / qualify করে। Adjective Clause কে আবার adjectival or relative clause ও বলা হয়ে থাকে।
( The clause which function as an adjective in a sentence is called an adjective clause.An adjective clause—also called an adjectival or relative clause.)

যেমনঃ-
a) I know the man (who has done it.)
b) This is the man (who came here yesterday.)
c) I know the place (where he lives in.)

ব্যাখ্যাঃ
উপরের a) নং বাক্যে Who has done it- এই subordinate clause-টি man-এর পর বসে ঐ man-কেই বুঝাচ্ছে। তাই এটি Adjective Clause।

একইভাবে নিচের বাক্যগুলো লক্ষ্য করুনঃ

a) She gifted me a book which was interesting.
b) This is the dress that she wants.
c) You must love the person whom you will marry.

Abdullah, is a student (whose father has recently died.)

বিঃদ্রঃ who ব্যক্তির পরে বসে, which বস্তুর পরে বসে, এবং that ব্যক্তি, বস্তু যে কারও পরে বসতে পারে। অনেক সময় adjective clause-টির উভয় পাশে main clause বিভক্ত থাকতে পারে। যেমনঃ-

Only those students (who study sincerely) do well in the competitive exams.
( কেবল সেই ছাত্রছাত্রীরাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করে, যারা আন্তরিকভাবে পড়ালেখা করে)

উপরের বাক্যর main clause = Only those students do well in the competitive exams.

অনুরুপ,
Abdullah, (whose father has recently died), is a brilliant student.

বিঃদ্রঃ
দেখা যাচ্ছে Linker (who, when, why, how,that ইত্যাদি দ্বারা Noun Clause এবং Adjective Clause-এ উভয় প্রকার Clause শুরু করা হয়েছে। এরুপ ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানোর জন্যে মনে রাখতে হবে যে, who, when, why, how,that ইত্যাদি শব্দ যে Clause-গুলো আরম্ভ করে সেগুলোর পূর্বে Antecedent ( পূর্বপদ) যথাক্রমে : a book, the dress, the person) সুস্পষ্টভাবে উল্লিখিত থাকলে সেগুলো Adjective Clause এবং Antecedent উল্লিখিত না থাকলে সেগুলো Noun Clause হয়।

তবে অনেক সময় Adjective Clause-এর স্থলে Adjective Phrase বা শুধু Adjective বসালেও Sentence অর্থবাচক হয়।
নিচে কয়েকটি উদাহরণ দেয়া হলো।

I known the place where he was born. (Adjective Clause)
অন্যদিকে,
I know the place of his birth.(Adjective or.Adjective Phrase)
আবার
Everybody loves a boy who speaks the truth.(Adjective Clause)
Everybody loves a truthful boy.(Adjective or.Adjective Phrase)

Adjective Clause-এর বৈশিষ্ট্যসমূহঃ
i. Adjective Clause সাধারণত Principal Clause-এর কোনো Noun কে qualify করে।
ii. Adjective সাধারণত Noun-এর আগে বা linking verb-এর পরে বসে। কিন্তু adjective clause সব সময় noun-এর পরে বসে।
iii. Adjective clause, Relative pronoun- who, which, that, whose, whom, but, as এবং Relative adverb- when, why, where, how ইত্যাদি দ্বারা সূচিত হয়।

N.B. Adjective clause এবং Noun clause উভয়ই who, which, that এবং when, why, where, how ইত্যাদি দ্বারা সূচিত হয়। কিন্তু এদের পার্থক্য হলো: Adjective clause-এর ক্ষেত্রে antecedent(পূর্বপদ) থাকে।
কিন্তু Noun clause-এর ক্ষেত্রে antecedent (পূর্বপদ) থাকে না।

যে সকল Clause দ্বারা Adverb এর কাজ সম্পন্ন করা বোঝায় অর্থাৎ যা verb , Adjective বা অন্য কোন Adverb কে modify করে এবং কোন কাজের সময়, স্থান, শর্ত, উদ্দেশ্য, পরিমাণ, ফলাফল, তুলনা, ধরণ, কারণ ইত্যাদি বোঝায় তাকে Adverbial Clause বলে। এই Clause সর্বদাই main clause-এর verb কে modify করে। (An adverbial clause is a subordinate / dependent clause that functions as an adverb; that is, the entire clause modifies a verb, an adjective, or an another adverb. It modifies a verb of the main clause in terms of frequency, time, cause and effect and condition.)

আমরা জানি adverb কোন কাজ “কখন” ,“কোথায়”, “কিভাবে” এবং “কেন” সংঘটিত হয় তা প্রকাশ করে।

সুতরাং, adverbial clause-ও এই কাজগুলো করে। অর্থাৎ কোন adverbial clause "when? কখন?”, "where? কোথায়?” "how? কিভাবে?” বা “Why? কেন?” কোন কাজ ঘটল এই প্রশ্নগুলোর উত্তর দেয়।
সহজ ভাষায় , verb কে How, Where, When, Why দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া তাই Adverbial Clause.

আমরা নিচের উদাহরণগুলো লক্ষ্য করব।

যেমনঃ-

I saw him (when he was talking on the phone). ( আমি তাকে দেখেছিলাম যখন সে ফোনে কথা বলছিল।)

ব্যাখ্যাঃ ১ নং বাক্যে, when he was talking on the phone = Adverbial clause. কারণ, এখানে "when he was talking on the phone " verb টির object হিসেবে বাক্যে অবস্থান করছে।

Example:
We read (that we may learn.) (কেন প্রশ্নের উত্তরে )
I shall go (where he lives.) ( কোথায় প্রশ্নের উত্তরে )
He came (when I was there.) ( কখন প্রশ্নের উত্তরে )
(If it rains tomorrow), I will not go to school. ( শর্ত )
It happened (as I expected.) ( কিভাবে প্রশ্নের উত্তরে )

Adverb Clause -কে Identify করার Short Techniques:

1) যে clause বাক্যের শুরুতে থাকে, তাদেরকে adverb clause বলে।
2) Where বা when যদি clause-এর শুরুতে থাকে এবং তাদের আগে যথাক্রমে স্থান (place) বা সময় (time) জ্ঞাপক শব্দ থাকে, তবে clause-টি Adjective clause. এমনটি না হলে clause-টি adverb clause.

যেমনঃ
a. The day when he was born is his birthday.
ব্যাখ্যাঃ when-এর আগে শব্দটি noun এবং সময় জ্ঞাপক। এ জন্য clause-টি adjective clause.

b. They left the shop, when we reached there.
ব্যাখ্যাঃ এখানে when-এর আগের শব্দটি noun হলেও তা সময় জ্ঞাপক নয় বলে clause-টি adverb clause.

c. This is house where we lived in.
ব্যাখ্যাঃ এখানে where-এর আগের শব্দটি স্থান বলে clause- টি adjective clause.

Some Interesting Examples:

I know (that she will love me .)(আমি জানি যে আমাকে ভালবাসবে।) (noun clause : know verb এর object)

I know the place where he lives. (adjective clause : place-কে modify করছে। )

I shall go where he lives. ( adverb clause 'go' verb-কে modify করছে। )

He told me when he would he would come. ( noun clause : told'- verb এর object.)

He told me the time when he would come. ( adjective clause : antecedent 'time'-কে modify করেছে। )

He decided when he would come. ( adverb phrase : 'decided' verb-কে modify করছে। )

He taught me how to do it. ( noun clause : 'taught'-verb এর object)
He taught me the way (উপায়) how to do it. (adjective clause : the way' antecedent কে modify করছে। )

তাহলে দেখা গেল যে clause এর ব্যবহার অনুসারে একই clause কখনও noun clause, কখনও adjective clause, কিংবা কখনও adverb clause রুপে কাজ করে ।

Post a Comment

0 Comments