কারেন্ট_অ্যাফেয়ার্স _মে

_ কারেন্ট_অ্যাফেয়ার্স _মে_মাসের_

০১)প্রথম বাংলাদেশি হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করে?
__মোহাম্মদ পনির হোসেন।
০২)আকাশবীণা,হংসবলাকা,গাঙচিল ও রাজহংস কী?
__বাংলাদেশের প্রস্তাবিত ৪টি বিমানের নতুন নাম।
০৩)বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স সীমা কত?
__৫৯ বছর(পূর্বে ৬৭ বছর ছিল)
০৪)পাটের আঁশ থেকে পঁচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন কে?
__অধ্যাপক মোবারক আহমদ খান।
০৫) ২০১৮ সালে "গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড"পান কে?
__প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬) ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন কত?
__৯১.৩১ বর্গ কিলোমিটার।
০৭)বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
__চীন(২য় ভারত)
০৮)বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
__Hong Kong-Zhuhai-Macau Bridge.
(HKZMB)
০৯)বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।
১০) ২০১৮ সালে কোন দুটি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে?
__যুক্তরাষ্ট্র-চীন
১১) বিশ্বের প্রথম বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল কবে?
__১৯৩০ সালে।
১২) ২০১৮ সালে কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশগুলোর নাম কী?
__যুক্তরাজ্য, সিঙ্গাপুর,কানাডা
(বাংলাদেশ-২৪তম)
১৩) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হচ্ছে?
__সৈয়দপুরে।
১৪) বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে?
__২৩ এপ্রিল, ২০১৮।
১৫) জাতীয় ভোটার দিবস কবে?
__১ মার্চে। অন্যান্য দেশে পালন করে...
__ভারতে→২৫ জানুয়ারি
__নেপালে→১৯ ফেব্রুয়ারি
__শ্রীলংকা→১ জুন
__ভুটান→১৫ সেপ্টেম্বর
__আফগানিস্তান→২৬ সেপ্টেম্বর
__পাকিস্তান→৭ ডিসেম্বর
(রমজান)
১৬)প্রবাহমান ৭১'র ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
__মাদারীপুরে
১৭) বর্তমানে দেশে পৌরসভা কতটি?
__৩২৭টি(বিলুপ্ত হয় ময়মনসিংহ পৌ.)
১৮) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ও জিডিপি কত?
__১৭৫২ ও ১৬৭৭ মা.ড.(প্রবৃদ্ধি ৭.৬৫%)
১৯) ১৯ এপ্রিল, ২০১৮ সালে সোয়াজিল্যান্ড এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
__কিংডম অফ সোয়াজিল্যান্ড।
২০) এশিয়ার ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদরদপ্তর কোথায়?
__শ্রীলংকার কলম্বোতে।
২১) বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে?
__সংযুক্ত আরব আমিরাতে।
২২) মিয়ানমার,কিউবা,সিয়েরা লিওন ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রেসিডেনের নাম কী?
__উইন মিন্ট,
__মিগুয়েল দিয়াজ-কানেল,
__জুলিয়াস মাদা বাও ও
__পলা মে উইক।
২৩) ২০১৭ সালের প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৯ম)
২৪) বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৫ম)
২৫) সম্প্রতি(১২ নভেম্বর ১৯৩৮-২৪ এপ্রিল ২০১৮)মারা যাওয়া কবি বেলাল হোসেন কোন কোন ছদ্মনামে লিখতেন?
__বল্লাল সেন,ময়ূর বাহন,সবুক্তগীন।
২৬) বাংলাদেশের প্রথম নারী উপচার্য কে?
__আনোয়ারা বেগম
(রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের পত্নী)
২৭) "ইংরেজি ভাষা দিবস"কবে?
__২৩ এপ্রিলে।
২৮)"আটকে পড়া শব্দরাজি"ও বিপ্রতীপ,কার উপন্যাস?
__মাহমুদুর রহমান মান্নার।
২৯)বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" সম্প্রতি কোন ভাষায় অনূদিত হওয়ার জন্য মোড়ক উন্মোচন করা হয়?
__তুর্কি ভাষায়।
৩০) ইত:পূর্বে কোন কোন ভাষায় "অসমাপ্ত আত্মজীবনী"অনূদিত হয়েছে?
__৬টি(ইংরেজি,জাপানি,চীনা,আরবি,
ফারসি ও হিন্দিতে)
৩১)প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
__হরিশ্চন্দ্র"মুক্তি পেয়েছিল ৩মে ১৯১৩।
৩২) সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
__২০০১ সালে।
৩৩) প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__কবি শামসুর রাহমান(বাংলাদেশ)
৩৪) ২০১৮ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__নাজিবুল্লাহ মানালাই(আফগানিস্তান)
৩৫) মালির রাজধানীর নাম কী?
__বামাকো।

Post a Comment

0 Comments