Book For BCS


বিসিএস জগতে নতুনদের জন্য বই এর তালিকা।
যুদ্ধ যেহুতু করতেই হবে, সেহুতু সময় উপযোগী ডাল তলোয়ার প্রয়োজন। আজ বলছি কোন বই গুলা পড়লে একটু বেশি উপকৃত হবেন।


বাংলাঃ 
অগ্রদূত বাংলা
শীকর বাংলা প্রশ্ন পাঠ 
নবম দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ

অগ্রদূত বাংলা আপনাকে রিটেন এর জন্য এগিয়ে রাখবে কিছুটা এর প্রশ্ন উত্তর টাইপের আলোচনার জন্য আর শীকর এর প্রশ্ন পাঠ পরে অনুশীলন হবে সাথে কিছু বিষয় গভীর ভাবে জানা যাবে।
আর ব্যাকরণ অংশের কিছু নিয়ম সহ  নবম
দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ খুব ভাল করে শেষ করা ফরয। বুঝে মুখস্থ করতে পারলে রিটেন এর জন্যও লাভ।


ইংরেজিঃ 
English Tutor
A handbook of English literature 
Professor mcq review

English Tutor বইটা থেকে গ্রামার রুল গুলা বুঝে বুঝে পড়ে ফেলতে হবে। 
A handbook of English literature বইটা লিটারচার এর জন্য অনেক তথ্যপূর্ণ  এটা পড়লেই অনেক ভাল করতে পারবেন।
আর  Professor mcq review থেকে এমসিকিউ চর্চা করবেন।


অংকঃ 
খাইরুল'স বেসিক ম্যাথ 
আস্যুরেন্স মানসিক দক্ষতা

বেসিক ম্যাথ বইটা যারা অংকে একটু দুর্বল তাদের জন্য অনেক ভাল। যারা মুটামুটি ভাল পারে তাদের একটু বিরক্ত লাগতে পারে প্রথম দেখে কিন্তু সার্বিক চিন্তায় বইটা অনেক কাজের সবার জন্যই। আস্যুরেন্স মানসিক দক্ষতা বাইটাও অনেক গোছালো একটা বই।


বাংলাদেশঃ 
ওরাকল বাংলাদেশ বিষয়াবলী 
এমপি৩ জর্জ বাংলাদেশ বিষয়াবলী 
উপরের দুটার যে কোন একটা পরলেই হবে। তবে একটু বেশি  জানতে চাইলে ওরাকলটাই ভাল হবে। 


আন্তঃজাতিকঃ
ওরাকল আন্তঃজাতিক বিষয়াবলী  
এমপি৩ জর্জ আন্তঃজাতিক বিষয়াবলী  

দুটাই ভাল  একটা পড়লেই হবে।


ভুগোলঃ 
আস্যুরেন্স এর ভুগোল।
সাথে  নৈতিকতা মুল্যবোধ ও সুশাসন ও আছে। এটা পড়ে শেষ করে দিন।


*** বাংলাদের, আন্তঃজাতিক এবং ভুগোল, উপরের বই গুলার সাথে সংক্ষিপ্ত সাধারন জ্ঞান কনফিডেন্স কোচিং থেকে প্রকাশিত বইটা অবশ্যই পড়তে হবে। তবেই প্রস্তুতি যুগ উপযোগী হবে।


বিজ্ঞানঃ 
ওরাকল বিজ্ঞান 

বইটা থেকে বিজ্ঞান ভাল করে পড়ে ফেলতে হবে। প্রফেসর পড়লেও হবে।

কম্পিউটারঃ 
ইজি কম্পিউটার বা  প্রফেসর এর শুধু কম্পিউটার এর উপর যে বইটি আছে সেটা পড়তে হবে।

সাথে একটা Inception Digest । আশা 
করি পুর্ন প্রস্তুতি হবে এ গুলাতেই।



Post a Comment

0 Comments